কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণ গেল দুইজনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, শুক্রবার, ২৩ মে ২০২৫ | ২১৬

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে)  বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বাংড়া ইউনিয়নের মুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল ছালাম (৪০)। ঘাটাইলের হামিদপুর গোসাইবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে। এসএম আলম (৬৫)। মির্জাপুর উপজেলার সাটিয়াচারা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক সুপার নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরো ১২ জন।
 
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাসের চালক হেলপার পলাতক রয়েছে।