মাভাবিপ্রবি ৪র্থ জাতীয় বিতর্ক উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, শুক্রবার, ২৩ মে ২০২৫ | ২০০

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪র্থ জাতীয় বিতর্ক উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৩ মে) সকালে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.  আনোয়ারুল আজীম আখন্দ।

‘এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অর্ন্তবর্তী সরকার নিতে পারে না’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ডিবেটিং সোসাইটির মডারেটর  অধ্যাপক ড. মতিউর রহমান, বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু জুবাইর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুর রহমান আনিছ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. নুরজাহান খাতুন ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক  ড. জিয়াউর রহমান।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি রোকসানা রুকু।

সঞ্চালনা করেন ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক তামান্না। এতে ২৮টি দল অংশগ্রহণ করছে।