শাপলা চত্বর হত্যাকাণ্ড
হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা


২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের করা গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১২ মার্চ) এ পরোয়ানা জারি করা হয়।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে রয়েছেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমদ এবং গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার প্রমুখ।
এছাড়া এরই মধ্যে গ্রেফতার হওয়া শামসুল হক টুকু, তৎকালীন ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, একেএম শামসুল হক এবং জিয়াউল আহসানকে এ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন আদালত।
সুত্র:বনিক বার্তা