গণতন্ত্রের পথে বাধা শেখ হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ-মির্জা ফখরুল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ | ৫০৯

গণতন্ত্র প্রতিষ্ঠার পথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাইরে থেকে শেখ হাসিনা ও ভেতর থেকে একটি মহল প্রতিনিয়ত গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন। কিন্তু দেশের ভেতরে কিছু পক্ষ এখনো অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা দেশের বিখ্যাত মনীষীদের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন করে বিতর্কিত ব্যক্তিদের নাম যুক্ত করতে চাচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বর্ধিত সভার পর তারেক রহমানের নেতৃত্বে সাংগঠনিক কর্মকাণ্ডগুলো গুরুত্বের সঙ্গে করব। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দক্ষতার সঙ্গে আমাদের নেতৃত্ব দিয়েছেন। ডান-বামকে এক জায়গায় এনে ৩১ দফা দিয়েছেন।

বিএনপির নিরন্তর সংগ্রামের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় মন্তব্য করে তিনি বলেন, আপনারা দেখেছেন কী পরিমাণ ত্যাগের বিনিময়ে বিএনপির মতো একটি লিবারেল ডেমোক্রেটিক দল নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছে। এরই ফলশ্রুতিতে দেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়।