টাঙ্গাইলে বিসিক শিল্পনগরীতে ভোক্তা অধিকারের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ | ৮৯

পবিত্র রমজান মাসকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার তারোটিয়া বিসিক শিল্প নগরীতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।  

এসময় অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য অননুমোদিত রঙ ও এমোনিয়া ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রিয়া বেকারি কে ৪০ হাজার টাকা এবং এফ এ ফুড প্রডাকৃট কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম ও পুলিশের একটি টিম।

অভিযান শেষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, এ অভযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য নিয়ন্ত্রণ এবং নকল, ভেজাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যর অবৈধ মজুদ রোধে বিসিক শিল্প নগরীর ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। 

তিনি আরো বলেন নকল ও ভেজাল প্রতিরোধে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।