টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানে মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ কামাল জমাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহরিয়ার মো. নাজমুল আহসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গনিত বিভাগের ইন্সট্রাক্টর মোহাম্মদ কামরুজ্জামান লিটন। এ সময় প্রতিষ্ঠানের অন্যন্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।