কালিহাতীতে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট শিরোপা জিতল আলামিন একাদশ
"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছাড়ে খেলায় চল"—এই প্রত্যয়ে টাঙ্গাইলের কালিহাতীতে বন্ধু মহলের আয়োজনে অনুষ্ঠিত হলো বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এর ফাইনাল খেলা।
বুধবার বিকেলে উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় আলামিন ফুটবল একাদশ ও শুভ ফুটবল একাদশ। দারুণ উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শুভ একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে আলামিন ফুটবল একাদশ।
ফাইনাল ম্যাচের সভাপতিত্ব করেন খাইরুল ইসলাম মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সহ-সভাপতি শাহানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, সমাজসেবক ইঞ্জিনিয়ার সামসুল আলম, ব্যবসায়ী কাদের মন্ডল, শাহজাহান তালুকদার, এবং বিশিষ্ট ব্যক্তিত্ব ওয়াহেদ আলী, সালাম মন্ডল, জুয়েল তালুকদার, মনসুর আলী ও তৈবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম এবং বাংড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।
হাজারো দর্শকের উপস্থিতি খেলাকে প্রাণবন্ত করে তোলে। ফাইনালের অতিথিরা যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করার আহ্বান জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় ফুটবলপ্রেমীরা বন্ধু মহলের এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।