মধুপুরে বাস- পিকআপের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক, হেলাপারসহ চার জনের মৃত্য হয়েছে। ঘটনাস্থলে চালক হেলপার এবং হাসপাতালে নেয়ার পর পিকঅপের যাত্রী দুইজনের মৃত্যু হয়।
মঙ্গলবার ভোর ৫ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউড়ী সামসুন্নেছা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জামালপুর রোডের ধনবাড়ী থেকে বিনিময় সার্ভিসের একটি ঢাকাগামী বাস ঘটনাস্থলে আসার পর ঢাকা থেকে জামালপুর ফেরার পথে পিকআপআপের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় পিকআপ। এতে ঘটনাস্থলে পিকআপের চালক সুজন ও তার সহকারীর মৃত্যু হয়। পিকআপের যাত্রী দুইজনকে ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার করে মধুপুর উপজেলার ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুরের গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রফিজল(২৮), শাহাদৎ আলী সাধুর ছেলে সাহজল ওরফে বরুল্লাহ(৫০), পিকআপ চালক একই এলাকার মহনগিরি গ্রামের সুজন ও হেলপার অপ্সাত(২৭)।
মধুপুর থানার ওসি ( তদন্ত) রাসেল আহমেদ ঘটনায় চারজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। বিনিময় সার্ভিসের বাসটি আটক করা হয়েছে। তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোসহ সকল আইনী প্রক্রিয়া চলমান।