কালিহাতীতে শীতকালীন সবজি চাষে ব্যস্ততার আনন্দে কৃষকরা

কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৫ পিএম, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | ৪৩

শীতের আগমনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কৃষকরা ব্যস্ত সময় পার করছেন শীতকালীন সবজি চাষে। আমন ধান কাটার পরপরই ফুলকপি, বাঁধাকপি, শিমসহ নানা ধরনের শাকসবজির আবাদে প্রাণবন্ত হয়ে উঠেছে গ্রামাঞ্চলের মাঠ-ঘাট। কৃষকরা নিবিড় পরিচর্যার মাধ্যমে ফসল ফলানোর চেষ্টা করছেন, যাতে এই মৌসুমে তাদের ফসল ফলনশীল হয় এবং বাজারে ভালো দাম পাওয়া যায়।

বর্তা গ্রামের কৃষক রনজিত বাবু জানান, "২৬ শতাংশ জমিতে ফুলকপি চাষ করেছি। চারা গাছগুলো ভালো অবস্থায় আছে। তবে বৃষ্টি হলে সমস্যা হতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলনের আশা করছি।"

অন্যদিকে ব্রজগাতী গ্রামের কৃষক আজিজুল হক বলেন, "প্রতি বছরের মতো এবারও ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছি। সঠিক পরিচর্যা ও আবহাওয়ার সহায়তায় ভালো ফলন হবে বলে আশা করছি।"

তাদের মতে, সঠিক সময়ে ফসল তোলার পর বাজারজাত করতে পারলে লাভবান হওয়া সম্ভব। তবে প্রাকৃতিক দুর্যোগের চিন্তা তাদের মাথায় সবসময়ই কাজ করে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, "আমন ধানের ফলন এবার আশানুরূপ হয়েছে। পাশাপাশি শীতকালীন সবজির আবাদও পুরোদমে চলছে। ৫৮০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যেই ৩২৫ হেক্টরে আবাদ শেষ হয়েছে। বাকি জমিগুলোতেও দ্রুত কাজ চলছে।"

তিনি আরও বলেন, "কৃষকদের উন্নত চাষাবাদে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে স্কুল পরিচালনা করা হয়েছে। আশা করছি, আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা ভালো ফলন পাবেন।"

শীতকালীন সবজি চাষ এ অঞ্চলের কৃষকদের আয়ের বড় উৎস। ভালো ফলন হলে এটি কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্থানীয় বাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সব মিলিয়ে, প্রকৃতির সহায়তায় কালিহাতীর কৃষকদের শীতকালীন সবজি চাষ যেন সাফল্যের গল্প হয়ে ওঠে এটাই সবার প্রত্যাশা।