কালিহাতীতে পিক-আপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২১ পিএম, রোববার, ২৭ অক্টোবর ২০২৪ | ৪১
টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আকাশ আহমেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। 
 
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে এলেঙ্গা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মুলিয়া এলাকায় এ  দূর্ঘটনা ঘটে। 
 
নিহত আকাশ আহমেদ উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াদ (নায়েব বাড়ী) গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে আকাশ আহমেদ স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা উপজেলার মুলিয়া এলাকায় একটি সিএনজিকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেল ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়। পাশের খাদে ছিটকে পড়ে অল্পের জন্য বেঁচে গেছেন আকাশের স্ত্রী। 
 
এলেঙ্গা হাইওয়ে পুলিশের এস আই রাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।