আগামীকাল ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ পিএম, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮ | ১৯৮
ফাইল ছবি

চার দিনের সরকারি সফরে আগমীকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোম ভিত্তিক জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ‘আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ)’ প্রেসিডেন্ট গিলবার্টের আমন্ত্রণে সংস্থাটির বার্ষিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে এমিরেটস ফ্লাইটে ঢাকা ছাড়বেন শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমে পৌঁছাবেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাতের জন্য ভ্যাটিকান সিটি সফর করবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হবে।

সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা। ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফাদের সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন। সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

১৪ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে রোম ছাড়বেন প্রধানমন্ত্রী। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবেন তিনি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ইতালি যাবেন।