কালিহাতীতে সাধুসংঘের কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরন

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০১ পিএম, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৫১৯

টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রিয় সাধুসংঘের সকল কর্মীদের মাঝে শীতবস্ত্র(সোয়েটার) বিতরন করা হয়েছে।

৭ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় নিটওয়্যার লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক কালিহাতীর কৃতি সন্তান বিশিষ্ট্য শিল্পপতি মহিউদ্দিন আলমগীর (রোমেল) এর সৌজন্যে উপজেলার বাগুটিয়া বাজারে কেন্দ্রিয় সাধুসংঘের আয়োজনে সকল সাধুদের, সাধুসংঘ পাঠাগার ও সাধুসংঘ সাংস্কৃতিক জোটের সব কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার।

এসময় আরোও উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক কামরুল হাসান, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রাঙ্গা, উপজেলার খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলার বাগুটিয়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান দীপুল প্রমূখ।

শুভ্র মজুমদার/পিএইচ