টাঙ্গাইলে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়শীপের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, রোববার, ২৩ জুন ২০২৪ | ২২৯
টাঙ্গাইলে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের ফুটবল চ্যাম্পিয়নশীপের (ভিএফসি) উদ্বোধন করা হয়েছে।
 
রোববার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করে জেলা প্রশাসক কায়সারুল ইসলাম। 
 
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর্জা মঈনুল ইসলাম লিন্টু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ভিএফসি’র উপদেষ্টা মীর নাসিমুল ইসলাম প্রমুখ।  
 
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
চ্যাম্পিয়নশীপে ১৫ টি দল অংশ নেয়। এতে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সাবেক শিক্ষার্থীরা অংশ নেয়। আগামী ২৪ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।