টাঙ্গাইলে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার -১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৯ পিএম, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ২৭২

টাঙ্গাইল সদর থানাধীন লাউজানা গ্রামের আলমের চায়ের দোকান এর সামনে থেকে গত (০৭ ফেব্রুয়ারী) বুধবার রাতে অভিযান পরিচালনা করে মোঃ আক্তার আলীকে (৫৩) ৭০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন লাউজানা গ্রামে আলমের চায়ের দোকান (মৃত মোহাম্মদ মেম্বারের বাড়ীর পাশে) এর সামনে অভিযান পরিচালনা করে  আসামী মোঃ আক্তার আলীকে সাতশত পিস ইয়াবা সহ গ্রেফতার করেন।আসামী মোঃ আক্তার আলী একই গ্রামের পিতাঃ মৃত একাব্বর আলী মুন্সির ছেলে। 

সাক্ষীদের সম্মুখে  আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় টাঙ্গাইল জেলার শহর এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে। 

অবৈধভাবে মাদক দ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজেও-৪৬১১২ ডিএডি মোঃ শাকিরুর রহমান, র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা দায়ের করেন।