জাতীয় স্কুল ক্রিকেটে টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৭ উইকেটে হারিয়ে হ্যাবিট শিক্ষা পরিবারের প্রতিষ্ঠান টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল ১৫ মার্চ শুক্রবার টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় টস জয়ী পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ১৫৩ রান করে। দলের পক্ষে সোহান সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করে।
এছাড়া জিসান ২১, মাহিম ২০ ও মুন্না ১৯ রান করে। বোলিংয়ে বিজয়ী টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়ের ইমরান ১০ ওভার বোলিং করে ৪২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করে।
জবাবে টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় ২৬ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান করে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে মাহিম সর্বোচ্চ অপরাজিত ৫৭ রান করে।
এছাড়া সিয়াম ৪৮ ও আশিক ২৪ রান করে। বোলিংয়ে বিজিত দলের পক্ষে আসিফ ৮রানের বিনিময়ে ২টি উইকেট দখল করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনিসুর রহমান আলো।
উল্লেখ্য টাঙ্গাইলে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টাঙ্গাইল সদরের ৭টি স্কুল অংশগ্রহন করে ছিলো। বাকী স্কুল গুলো হলো বিবেকানন্দ হাইস্কুল, টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়, দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়।
খেলায় আম্পয়ার ছিলেন আমিনুর রহমান ও শাহ আজিজ তালুকদার বাপ্পী এবং স্কোরার উত্তম কুমার গৌড়।