ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৬ পিএম, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ | ১৫০

টাঙ্গাইলের ধনবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন ও বহনের দায়ে তিন জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

সোমবার (৫ফেব্রুয়ারী) উপজেলার যদুনাথপুরের বওলা গ্রামে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা জানান, উপজেলার বওলা ব্রীজ সংলগ্ন এলাকায় বালু উত্তোলনরত অবস্থায় চারিশিমুল গ্রামের শাহজাহান আলীর ছেলে ভেকু চালক  মো: রুবেল, বওলা গ্রামের আবুল হোসেনের ছেলে  বালু উত্তোলনকারী মকবুল হোসেন, বন্দ হাওড়া গ্রামের মাটি বহনকারী মাহেন্দ্র গাড়ীর চালক আংগুর মিয়া কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এ তিনজনকে সর্বমোট এক পঞ্চাশ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। 

ধনবাড়ী থানা পুলিশ সহযোগীতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।