টাঙ্গাইলে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার; প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ | ৬৬
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেনকে নিয়ে অপপ্রচার করায় সংবাদ সম্মেলন করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (১১ জানুয়ারি)  বিকালে উপজেলার দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, একটি স্বার্থন্বেসী ও কুচক্রী মহল তাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে পোস্টার ছাপিয়ে  অপপ্রচার করা হচ্ছে। তিনি এমন অপপ্রচারের  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
 
তিনি বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে তাকে জড়িয়ে ও তার লোকজনের বিরুদ্ধে নৌকার কর্মী ও সংখ্যালুঘুদের মারপিটের অভিযোগ তুলেছেন একটি মহল। যা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২১ শে আগস্ট গ্রোনেট হামলার আসামি ছালাম পিন্টুর ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকুর অনুসারী এ অপপ্রচার চালাচ্ছেন বলে তিনি দাবি করেন।
 
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহীন মন্ডল,সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিতেশ চৌধুরী, মাসুদ পারভেজসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।