ধনবাড়ীতে জেলা প্রশাসক টাঙ্গাইল গোল্ডকাপ ব্যাডমিন্টন অনুষ্ঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০০ পিএম, রোববার, ৫ নভেম্বর ২০২৩ | ৪০৮

টাঙ্গাইলের ধনবাড়ীতে জেলা প্রশাসক টাঙ্গাইল গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন। খেলায় ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ ও পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই দলে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের খেলায় আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছোঁয়া ও রীতা এবং দ্বিতীয় পর্বের খেলায় পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা ও শিফা বিজয়ী হন।

এসময় উপস্থিত ছিলেন-ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার  ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকসানা পারভীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মাই টিভি/দৈনিক জনকণ্ঠ’র সাংবাদিক হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক ও ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমূখ।

এসময় খেলাটি উপভোগ করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্র্থী, উপজেলার কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।