ধনবাড়ীতে জেলা প্রশাসক টাঙ্গাইল গোল্ডকাপ ব্যাডমিন্টন অনুষ্ঠিত
টাঙ্গাইলের ধনবাড়ীতে জেলা প্রশাসক টাঙ্গাইল গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন। খেলায় ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ ও পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই দলে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের খেলায় আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছোঁয়া ও রীতা এবং দ্বিতীয় পর্বের খেলায় পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা ও শিফা বিজয়ী হন।
এসময় উপস্থিত ছিলেন-ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকসানা পারভীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মাই টিভি/দৈনিক জনকণ্ঠ’র সাংবাদিক হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক ও ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমূখ।
এসময় খেলাটি উপভোগ করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্র্থী, উপজেলার কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।