বাগাতিপাড়া সড়ক দূর্ঘটনায় কাউন্সিলর আহত

বাগাতিপাড়া সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩১ পিএম, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮ | ৬০১

নাটোরের বাগাতিপাড়া পৌরসভার কাউন্সিলর নূরল ইসলাম (৬০) সড়ক দূর্ঘটায় মারাত্তকভাবে আহত হয়েছে।

সূত্রে জানা যায়, বুধবার সকালে বাগাতিপাড়া থেকে মটর সাইকেলে নাটোর কোর্টে যাওয়ার সময় মাদরাসা মোড়ে বয়স্ক মহিলাকে তড়িঘড়ি করে রাস্তা পার হচ্ছিল।

ওই মহিলাকে বচাঁতে দ্রুত গতিরোধ করতে গিয়ে রাস্তায় পড়ে আহত হয় বলে জানা যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলেও অবস্থা আসংকা জনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। অদ্যবদি রামেক হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছে বলে জানান বাগাতিপাড়া পৌরসভার প্যানেল মেয়র ইউসুফ আলী।