পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে এইচপিডি টিকা কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫ পিএম, রোববার, ১৫ অক্টোবর ২০২৩ | ২৮৪

টাঙ্গাইল সদর উপজেলায় পোড়াবাড়ি ইউনিয়নে প্রথম বারের মতো জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের বিনামূল্যে এইচপিডি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় ও পোড়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা স্বাস্থ্য অফিসে উদ্যোগে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।  

এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য  মো.ছানোয়ার হোসেন।

পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন হক রুনার সভাপতিত্বে   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড.শরিফুল ইসলাম প্রমুখ।

এসময় পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় ১০ থেকে ১৪ বছর বয়সী ৩৮২ জন ছাত্রীকে ও পোড়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭৪ জন ছাত্রীকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে এইচপিডি টিকা প্রদান করা হয়।