গোপালপুরে ঐতিহ্যবাহী রশি টান খেলা অনুষ্ঠিত
টাঙ্গাইলের গোপালপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টান ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ চাতুটিয়া সীমান্ত বাজারে বাজার উদযাপন কমিটির উদ্যোগে এ রশি টান ফাইনাল খেলার আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় উপজেলা ভেঙ্গুলা একাদশকে হারিয়ে চাতুটিয়া একাদশ বিজয়ী হয়েছে। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।