কালিহাতীতে মাদক সেবনের দায়ে একজনকে এক বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫১ পিএম, মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | ১৮৯
টাঙ্গাইলের কালিহাতীতে মাদক সেবনের দায়ে একজনকে আটক করে এক বছরের কারাদন্ড ও একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার এলেঙ্গা গ্রামের নিশিকান্ত দাসের ছেলে অজিদ কুমার দাস।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের সামনে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে কারাদন্ড প্রদান করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন।

কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন জানান, এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের সামনে থেকে মাদক সেবনের দায়ে অজিদ কুমার দাস নামের একজনকে পুলিশ আটক করলে তাদের অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় আটককৃত অজিদের নিকট দেশী মদসহ হেরোইন ও ইয়াবা সেবনের যাবতীয় সরঞ্জাম পাওয়া যায়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও একশত টাকা জরিমানা করে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।