নতুন মৌসুমেও দুর্দশা কাটছে না, হেরেই গেলো চেলসি


নতুন কোচ, নতুন মৌসুম। দলটাও ঢেলে সাজানো হয়েছে। তবুও দুর্দশা কাটছে না ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির। মৌসুমের প্রথম ম্যাচে লিভারপুলের সঙ্গে ড্র করেছিলো তারা। এই ড্র’কে মেনে নেয়া যায়। কারণ, লিভারপুলও শক্তিশালী দল। তাদের সঙ্গে ম্যাচ ড্র হতেই পারে।
কিন্তু মৌসুমের দ্বিতীয় ম্যাচে এসে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মত দলের কাছে হেরে যেতে হবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি চেলসির নতুন কোচ মওরিসিও পচেত্তিনো। ঘরের মাঠে ১০ জনের দলে পরিণত হয়েও চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম।
ম্যাচে ফিরতে খুব বেশি সময় লাগেনি চেলসির। ২৮তম মিনিটে কার্নি চুকওয়েমেকার গোলে সমতায় ফেরে পচেত্তিনোর শিষ্যরা। কিন্তু ম্যাচের ৫৩তম মিনিটে গিয়ে আবারও পিছিয়ে পড়ে তারা। মিখাইল আন্তোনিওর গোলে ব্যবধান ২-১ করে ফেলে ওয়েস্টহ্যাম।
প্রথম দুই ম্যাচ থেকে চার পয়েন্ট অর্জন করলো ওয়েস্টহ্যাম। আর চেলসি অর্জন করলো ১ পয়েন্ট। আগামী শুক্রবার নিজেদের মাঠে লুটন টাউনের বিপক্ষে খেলবে চেলসি।