সাপ্তাহিক পাপিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:২৮ পিএম, সোমবার, ১০ জুলাই ২০২৩ | ২৫৪

টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক পাপিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিক মাজহারুন নেছা পাপিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১০ জুলাই) গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া গ্রামে মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পাপিয়া স্মৃতি সংসদের সভাপতি মরহুমের স্বামী মো. সেলিম তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও গণসঙ্গীত শিল্পী এলেন মল্লিক, সুরকার-গীতিকার ও সঙ্গীত শিল্পী ফিরোজ আহাম্মেদ বাচ্চু, কবি অধ্যাপক অনিক রহমান বুলবুল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, গোপালপুর উপজেলা পাপিয়া স্মৃতি সংসদের সভাপতি আজমল হায়দার। 

উল্লেখ্য, টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গণের ঊজ্জ্বল নক্ষত্র ও মহিলা আওয়ামীলীগের নেত্রী সাপ্তাহিক পাপিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মাজহারুন নেছা পাপিয়া দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ৮ জুলাই টাঙ্গাইল শহরের নিজ বাসভবন ‘পিএস হাউসে’ ইন্তেকাল করেন।