টাঙ্গাইলে গণমাধ্যমকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
টাঙ্গাইলে গণমাধ্যমকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখা হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, নির্বাহী মাজিস্ট্রেট দীপ ভৌমিক, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, টাঙ্গাইল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আবদুর রহিম প্রমুখ। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।