বাসাইলে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩২ পিএম, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮ | ২১৫

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ১ ফেব্রæয়ারি) প্রথমদিনে এসএসসি’র বাংলা প্রথম পত্র ও সমমানের (দাখিল) কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার এসএসসিতে ১ হাজার ২শ’ ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

এর মধ্যে ৪জন ছাত্রী ও ২জন ছাত্র অনুপস্থিত রয়েছে। মোট ১ হাজার ২শ’ ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৭শ’ ৪১জন ছাত্র ও ৫শ’ ৩৮জন ছাত্রী ।

সমমানের (দাখিল) পরীক্ষায় ২শ’ ৯২জন শিক্ষার্থীর মধ্যে ৪জন অনুপস্থিত রয়েছে। এর মধ্যে ছাত্র ২জন ও ছাত্রী ২জন। মোট ২শ’ ৮৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে ১শ’ ৩৫জন ছাত্র ও ১শ’ ৫৩জন ছাত্রী।

খবর নিয়ে জানা যায়, অনুপস্থিত ৬জন ছাত্রী বাল্যবিয়ের শিকার হয়েছে। আর এ কারণেই তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, শান্তিপূর্ণভাবে প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি সকল পরীক্ষা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।