বাসাইলে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৯ পিএম, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ | ৬২১

টাঙ্গাইলের বাসাইলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী,বাসাইল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবু হানিফ,উপজেলা মাধ্যমিক অফিসার বাবুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,বাসাইল পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ,কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া,ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বিজু সহ প্রমুখ।

আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের জন্য উপস্থিত সকলের মতামত নেয়া হয় এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়