আজ টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ এএম, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | ২৫৫
আজ সোমবার (১৭অক্টোবর)  টাঙ্গাইলে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে এ ভোট গ্রহণ চলবে।
 
ইতিমধ্যে নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক বিনা প্রতিদ্বিতায় বিজয়ী হয়েছেন।
 
নির্বাচনে সাধারণ সদস্য পদে ৪০ জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন প্রার্থী প্রতিদ্বিতা করবেন। 
 
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ২নং ওয়ার্ড মধুপুরে সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বিতায় বিজয়ী হয়েছেন।
 
এ ছাড়া ১১টি সাধারণ ওয়ার্ড এবং ৪টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
 
নির্বাচনে ভোট কেন্দ্র ১২টি। ভোট কক্ষ রয়েছে ২৪টি। মোট ভোটার ১ হাজার ৭২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৩১৫ জন এবং মহিলা ভোটার রয়েছে ৪০৭ জন। 
 
এ ব্যাপারে সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনে কেন্দ্রের ভিতর এবং বাইরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
 
এ সব সিসি ক্যামেরার মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনিটরিং করা হবে। নির্বাচনে কেন্দ্রের ভিতরে কোন ভোটার মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারে না।
 
নির্বাচনে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ১ জন জুডিসিয়াল এবং ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
 
নির্বাচনে ১২টি উপজেলাকে ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে।