সরকারি অফিসে ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, বুধবার, ২০ জুলাই ২০২২ | ৪১৯

সরকারি সব অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। বুধবার (২০ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ ছাড়া অধিকাংশ সভা অনলাইনে আয়োজন করতে হবে বলেও জানান সচিব। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ পরিহারের পারমর্শ দেওয়া হয়েছে।

ব্যয় সাশ্রয়ে সকল মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।