অতিরিক্ত ডিআইজি হলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মাহবুব আলম পিপিএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৭ এএম, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮ | ৫৫৫

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মাহবুব আলম পিপিএম।

আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তার এই পদোন্নতি প্রদানের বিষয়টি প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মাহবুব আলম পিপিএম ছাড়াও বাংলাদেশ পুলিশের আরও তিন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়।

পদোন্নতি প্রাপ্ত পুলিশের অপর তিন কর্মকর্তা হলেন, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান, সিআইডির বিশেষ পুলিশ সুপার শেখ মোহাম্মদ রেজাউল হায়দার পিপিএম ও পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি রখফার সুলতানা খানম পিপিএম।