কালিহাতিতে হেরোইনসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, মঙ্গলবার, ১০ মে ২০২২ | ৫২৬

টাঙ্গাইলের কালিহাতীতে ৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে উপজেলার পাইকড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন উপজেলার পাইকড়া গ্রামের মৃত রবি খানের ছেলে  শামীম খান (৫২), একই গ্রামের রওশন খানের ছেলে আওয়াল খান (৩৩)।

এসময় ৫ গ্রাম হেরোইন ৩টি মোবাইল এবং ৩টি সিম কার্ডসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, আটককৃতরা মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলা কালিহাতী থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।