টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, রোববার, ১৭ এপ্রিল ২০২২ | ১৬৮

টাঙ্গাইলের মধুপুরে প্রতারণা করে ৪৪ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১৭ এপ্রিল) ভোর রাতে উপজেলা গাছাবাড়ী গ্রাম থেকে ৪৪ লাখ ৬৫ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়ার অভিযোগে মনোয়ারা খাতুন নামের এক নারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাবের একটি দল মধুপুর উপজেলার গাছাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সোহেল রানার স্ত্রী মনোয়ারা খাতুন (৪৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওই নারীর নামের দুইটি প্রকল্পের নামে স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় ৪৪ লাখ ৬৫ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়। তিনি স্থানীয় লোকজনকে বলতেন তার প্রকল্পে কেউ যদি ২ লাখ টাকা শেয়ার করেন তাহলে তিনি প্রায় ৫০ লাখ টাকা পাবেন। বাংলাদেশ ব্যাংক হইতে ৮ বছর সুদ মুক্ত লোন ৮ বছর পর হইতে ২% মুনাফা হারে লোন দেওয়ার কথা সে স্থানীয় লোকজনকে বলে। বাংলাদেশ ব্যাংক থেকে বিনা সুদে টাকা ঋণের নামে ৩ বছর ধরে বহু মানুষকে প্রতারণা করে আসছে। প্রতারিত ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে প্রতারণাকারীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মধুপুর থানায় একটি মামলা করা হয়েছে।