বিপ্লব কুমার বিশ^াস ময়মনসিংহ রেডের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক

ঝিনাইগাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৪ পিএম, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮ | ৪৯১

শেরপুরের ঝিনাইগাতী থানায় কর্মরত ওসি বিপ্লব কুমার বিশ^াস ডিসেম্বর/২০১৭মাসে ময়মনসিংহ রেডের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে মনোনিত ও পুরস্কৃত হয়েছেন। গত ২২ জানুয়ারী রবিবার পুরস্কার প্রদান উপলক্ষে ময়মনসিংহ রেডে এক অনুষ্ঠানের আয়োজন করেন ময়মনসিংহ রোড কর্তৃপক্ষ।

উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে পরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি ডঃ আক্কাছ উদ্দিন ভূইয়া, শেরপুরের পুলিশ সুপার, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রফিকুল হাসান গনি, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহ রেঞ্জ অফিসের পুলিশ সুপারসহ অন্যান্য অফিসার বৃন্দ।

ওসি বিপ্লব কুমার বিশ^াস ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনিত হওয়ায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও শেরপুরের পুলিশ সুপার মহোদয়কে অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি মনে করেন, তার এ কৃতিত্ব একার নয়, এ সাফল্যের জন্য তার অধিনস্ত সকল ফোর্স ও অফিসারবৃন্দদের। যাদের সার্বিক সহযোগীতার জন্য তিনি এ সাফল্য অর্জন করতে পেরেছেন।