টিনিউজ টি-২০ আন্তঃ হাউজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
টিনিউজ টি-২০ আন্তঃ হাউজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচে অনলাইন পোর্টাল কারক নিউজ ও টিনিউজ নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে অনলাইন পোর্টাল টিনিউজ আয়োজিত টিনিউজ টি-২০ আন্তঃ হাউজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী শ্বাসরুদ্ধকর ম্যাচে কারক নিউজ হাউজ ২ উইকেটে দৈনিক মজলুমের কন্ঠ হাউজকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে টিনিউজ পোর্টাল হাউজ রানরেটে সাপ্তাহিক জাহাজমারাকে হারিয়ে শুভ সূচনা করেছে।
দিনের শুরুতে উদ্বোধনী ম্যাচের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি ও টিনিউজ পোর্টাল হাউজের সম্পাদক এম সোলায়মান হাসান।
দিনের প্রথম ম্যাচে দৈনিক মজলুমের কন্ঠ টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের পক্ষে আবু সাঈদ ২৮, মোজাম্মেল হক ১৭, এরশাদুল ইসলাম ১৪ ও সুমন কুমার রায় ১৩ রান করে। বোলিংয়ে শামীম আল মামুন ও মাসুদ রানা ২টি করে উইকেট দখল করে।
জবাবে কারক নিউজ ১৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে জয়লাভ করে। দলের পক্ষে শামীম আল মামুন সর্বোচ্চ ২৫ ও পারভেজ ২০ রান করে। বোলিংয়ে বিজিত দলের আবু সাঈদ ২টি এবং সুমন কুমার রায়, তোফাজ্জল মোল্লা ও সীমান্ত ১টি করে উইকেট দখল করে।
দিনের দ্বিতীয় ম্যাচে টিনিউজ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান করে। দলের পক্ষে ইফতেখারুল অনুপম সর্বোচ্চ ৬০ ও কাজল আর্য ২৫ রান করে। জবাবে সাপ্তাহিক জাহাজমারা ৭ ওভারে ১উইকেট হারিয়ে ১৫ রান করলে আলোর স্বল্পতার অজুহাতে জাহাজমারা দলের খেলোয়াড়গণ মাঠ ত্যাগ করলে রানরেটে টিনিউজ ৪৫ রানে জয়লাভ করে।
উল্লেখ্য টাঙ্গাইলের ২টি পত্রিকা দৈনিক মজলুমের কন্ঠ ও সাপ্তহিক জাহাজমারা এবং অনলাইন নিউজ পোর্টাল টিনিউজ ও কারক নিউজ সহ ৪টি মিডিয়া হাউজ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। খেলায় আম্পায়ার ছিলেন মির্জা মাসুদুর রহমান খোকন ও স্বপন দত্ত ও স্কোরার সিরাজুল ইসলাম।
