ঝিনাইদহে কৃষকের ২’শ ১০ টি ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা!

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৩ পিএম, রোববার, ২১ জানুয়ারী ২০১৮ | ৫৮৮

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের আকরাম হোসেন নামের এক কৃষকের ২’শ ১০ টি ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। শনিবার গভীর রাতে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

এতে ওই কৃষকের ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। এ ঘটনায় কৃষক আকরাম হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, স্থানীয় কৃষকেরা সকালে গ্রামের মাঠে কলা ক্ষেতে গিয়ে দেখতে পান কয়েকদিনের মধ্যে বিক্রয় উপযোগী কলা কাঁদি দুবৃর্ত্তরা কেটে দিয়েছে।

পরে কৃষক আকরাম হোসেনকে খবর দেয়। একই গ্রামের কৃষক রুবেল হোসেন বলেন, মানুষের সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু ক্ষেতের ফসল কেটে এমন শত্রুতা আগে দেখিনি।

এ ব্যাপারে রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এ এস আই রিয়াজুল ইসলাম বলেন, কলাক্ষেত কাটার সংবাদ শুনেছি। এ ঘটনায় কৃষক আকরাম হোসেন একটি অভিযোগ দিয়েছে। তদন্ত স্বাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে