টাঙ্গাইলে ট্রাকের নিচে পরে প্রাণ গেল বীমা কর্মকর্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২:০০ পিএম, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ | ১৭২

টাঙ্গাইলের ঘাটাইলে কাঁচামাল বোঝাই ট্রাকের নিচে পরে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২ জানুয়ারি) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।  নিহত আব্দুর রাজ্জাক কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা গ্রামের গফুর শিকদারের ছেলে।

তিনি পেশায় একজন বীমা কর্মকর্তা ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক উপজেলার হামিদপুর এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে অতিক্রম করছিলো। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজ্জাক নিহত হন। খবর পেয়ে কালিহাতি ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে করে। উল্টে গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।