মাভাবিপ্রবিতে মাওলানা ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৩ পিএম, রোববার, ১২ ডিসেম্বর ২০২১ | ১৭৬

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে মাওলানা ভাসানীর মাজারে সকাল ১০ টা ৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান-এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন।এরপর মাওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি,৩য় শ্রেণী কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, বিশ^বিদ্যালয় ছাত্রলীগ এবং বিশ^বিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথক ভাবে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ১১ টায় ক্যাম্পাসস্থ দরবার হলে টাঙ্গাইল জেলা প্রশাসনের সহায়তায় বিশ^বিদ্যালয় ও মাওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্তাপনা কমিটির আয়োজনে আলোচনা সভা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে বিশ^বিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

যুগান্তর নাগরপুর প্রতিনিধি পেলেন মানবাধিকার শান্তি পদক
ছবি-৩
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:বিশ^ মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে মানবাধিকার শান্তি পদক পেলেন দৈনিক যুগান্তর টাঙ্গাইলের নাগরপুর প্রতিনিধি আক্তারুজ্জামান বকুল। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড প্রদান করা হয়। শরিবার সন্ধায় সেগুনবাগিচা কচিকাচার মেলা মিলনায়তনে বিশ^ মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা, গুনিজন সংবর্ধনা ও পথশিশুদের মাঝে কম্বল বিতরন করা হয়। এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি (অব:) বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়াম্যান মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে ও আয়োজক সংগঠণের মহাসচিব মো. আর.কে রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি সম্পদ অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ড. মোছাদ্দেক হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. রোজিনা আক্তার প্রমুখ। নাগরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আক্তরুজ্জামান বকুল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার শান্তি পদক পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন নাগরপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।