মির্জাপুরে টিকা নিতে গিয়ে সিএনজি উল্টে এক ব্যক্তির মৃত্যু

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ০২:৩৮ পিএম, শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | ১৮২

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা টিকা দিতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টে আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় চালক জুয়েল আহত হয়েছেন। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার সকালে গোড়াই-সখিপুর সড়কের উপজেলার  হাটুভাঙা সিরামিক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম আজগানা ইউনিয়নের কুরাতলী গ্রামের মুন্নাফ দেওয়ানের ছেলে। 

আহত চালক জুয়েল জানায়, সকালে কুরাতলী গ্রাম থেকে আব্দুর রহিম ও তার স্ত্রীসহ আশপাশের বাড়ির ৮ জনকে নিয়ে করোনা ভাইরাসের টিকা দেয়ার জন্য জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ওই স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টে যায়। এতে আব্দুর রহিম অটোর নিচে চাপা পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ূব খান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিত মরদেহ কাছে হস্তান্তর করা হয়েছে।