মাভাবিপ্রবিতে শেখ রাসেলের জন্মদিন পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৩ পিএম, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | ৪৬৮

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ এর উদ্যোগে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের হল রুমে কেক কেটে জন্মদিন পালন করা হয়। 

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রফেসর ড. পিনাকী দে, প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান, প্রফেসর ড. শামীম আল মামুন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, ছাত্রলীগ নেতা মানিক শীল, কাম ফর রোড চাইল্ড এর সদস্য ও সুবিধাবঞ্চিত শিশুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

কেক কাটা শেষে ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর শিশুপুত্র শহীদ শেখ রাসেল ও পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।