কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত পরিচিত এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোয়ালবাথান এলাকায় এদুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ওই দিন সকালে উত্তর বঙ্গগামী ন্যাশনাল -ট্র্যাভেলস নামে ঢাকা - মেট্রো -ব-১৪-৭৮৭৪ নম্বরের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোয়ালবাথান এলাকায় ১টি মটর সাইকেল কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি অটোরিক্শাকে চাপা দিয়ে পার্শ্ববতি খাদে পড়ে যায়। এসময় অজ্ঞাত পরিচিত এক অটোরিক্সা চালক ঘটনাস্থলেই মারা যায় । খবর পেয়ে গোরাই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
গোরাই হাইওয়ে থানার ওসি মোঃ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
