দেলদুয়ারে ফসলের পোকা শানাক্ত ও দমনে আলোক ফাঁদের ব্যবহার

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ০৭:২৩ পিএম, রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১ | ১৭২

টাঙ্গাইলের দেলদুয়ারে ফসলের পোকা শানাক্ত ও দমনের জন্য আলোক ফাঁদ করা হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সকল ব্লকে একযোগে আলোক ফাঁদ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে ধানের জমির পোকা শানাক্ত ও দমনের জন্য উপজেলার ২৪ টি ব্লকে প্রতি রবিবার সন্ধ্যায় আলোক ফাঁদ করা হয়। এর ফলে জমিতে কি ধরনের পোকা থাকে তা বোঝা যায়। সাথে সাথে কেরসিন বা সাবান মিশ্রিত পানিতে পোকা পড়ে মারাও যায়। এ কার্যক্রম আমন মৌসুমে ধান পাকা পর্যন্ত চলবে।

দেলদুয়ার উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদ জানান, ধানের পোকা শানাক্ত ও দমনের জন্য আলোক ফাঁদ একটি কার্যকারী পদ্ধতি। এর মাধ্যমে কৃষক জানতে পারে তার জমিতে কি ধরনের পোকা আছে এবং কি পরিমানে আছে। এতে পোকা দমনের জন্য কৃষকের ব্যবস্থা নিতে সুবিধা হয়। এছাড়া আলোক ফাঁদের মাধ্যমে পোকাও মারা যাচ্ছে।