টোকিও অলিম্পিক সরাসরি সম্প্রচার হচ্ছে বিটিভিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, সোমবার, ২৬ জুলাই ২০২১ | ৬০৪
জাপানে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক ২০২০  সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে(বিটিভিতে) । ২৩ জুলাই থেকে শুরু হয়েছে খেলা। আগামী ৮ আগস্ট পর্যন্ত খেলা চলবে।
 
জানা যায়, ২০১৩ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে ১২৫তম আইওসি সভার সময় টোকিও আয়োজক শহর হিসেবে নির্বাচিত হয়েছে। অলিম্পিকের এই আসরটি মূলত ২০২০ সালের ২৪শে জুলাই থেকে ৯ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে ২০২০ সালের মার্চ মাসে এই আসরটি স্থগিত করা হয়েছিল।
 
২০২১ সালের জন্য পুনঃনির্ধারণ করা সত্ত্বেও, এই আসরটি বিপণন এবং ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যে "টোকিও ২০২০" নামেই অনুষ্ঠিত হচ্ছে। এটি অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার ইতিহাসে প্রথম আসর, যা বাতিল না করে স্থগিত এবং পুনঃনির্ধারণ করা হয়েছে।
 
জরুরী অবস্থার থাকার ফলে দর্শক উপস্থিতি অনুমোদিত না থাকায় এই আসরটি মূলত বিনা দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে।
 
আধুনিক অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাসে এই প্রথম প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনও গেমস পেছালো। এর আগে যদিও বিশ্বযুদ্ধের কারণে তিনটি  অলিম্পিক বাতিল হয়েছে। প্রথমটি ১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণে, দ্বিতীয় ও তৃতীয়টি ১৯৪০ ও ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে।