টাঙ্গাইলে নতুন করে ২৭জন করোনায় আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:২৮ পিএম, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | ৩৬৯

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষায় ২৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৯ জন, মির্জাপুরে ৩জন, কালিহাতী ও দেলদুয়ারে ২ জন করে এবং নাগরপুরে একজন রয়েছেন।

এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪৬০৯ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭০জন। আরোগ্য লাভ করেছেন ৩৯৯৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০০ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৭৭১ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।