টাঙ্গাইলে ৮৯০ পিস ইয়াবাসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:০৪ পিএম, বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | ৫১২

টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ভোরে কালিহাতীর উপজেলার কলেজ মোড় এলাকা, বাসস্ট্যান্ড এবং সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। 

আটককৃতরা হলো কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার পাখিউড়ার আশরাফ আলীর ছেলে মোজাম্মেল (২৬), টাঙ্গাইল সদর থানার মিরের বেতকা এলাকার শফিকুল ইসলামী কাজীর ছেলে আল আমিন (৩১), কালিহাতী উপজেলার বেতডোবা পালপাড়ার মৃত শামসুল হকের ছেলে আরিফ হোসেন (৩০), ঘাটাইল উপজেলার গরমচালার সিকান্দার আলীর ছেলে আজিজুল হক।

প্রেসব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার মূল্য অনুমান ২ লাখ ৬৭ হাজার টাকা। আটককৃতরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে ইয়াবা সরবরাহ করে আসছিল। আটককালে তাদের নিকট থেকে ২টি মোবাইল ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।