শনাক্ত ৭ হাজার ৭৫, মৃত্যু ৫২
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে সংক্রমিতদের মধ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৩১৮ জনে। এছাড়া একই সময়ে আরো ৭ হাজার ৭৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। যা মহামারীতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে ভাইরাসটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে। আজ সোমবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সারাবিশ্বের মতো বাংলাদেশেও মাত্র ৩ মাসের মাথায় দৈনিক শনাক্ত ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। এরপর গেল ডিসেম্বর থেকে তা কমতে থাকে। এমনকি একসময় দৈনিক শনাক্ত ৩০০-রও নিচে নেমে আসে। এরই মধ্যে দেশে করোনার টিকাকরণও শুরু হলে কিছুটা স্বস্তি নামে। তবে এই স্বস্তি খুব বেশি সময় টেকেনি। দেশে সংক্রমণের যখন একবছর হতে চলেছে, ঠিক সেসময় ফের নতুন করে বাড়তে শুরু করে সংক্রমণ। তা ভয়াবহ আকারে বাড়ছেই। প্রায় প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের সংক্রমণের সংখ্যা।
