নিউজিল্যান্ডের দুঃসংবাদে বাংলাদেশের সুসংবাদ!

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৭:২৮ এএম, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | ২৩৬

নিউজিল্যান্ডের জন্য দুঃসংবাদ আর বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সুসংবাদ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে পারবেন না নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। তবে পরের দুটি ওয়ানডেতে ফিট হলে খেলতে পারবেন।

ডানেডিনে প্রথম ওয়ানডেতে তার বদলি হিসেবে ডাকা হয়েছে অকল্যান্ডের মার্ক চ্যাপম্যানকে। এর আগে এই অলরাউন্ডার নিউজিল্যান্ডের হয়ে ছয়টি ওয়ানডে খেলেছেন। প্রায় সাত বছর পর নিজেদের মাটিতে দুই অভিজ্ঞ রস টেইলর ও কেইন উইলিয়ামসনকে ছাড়া ডানেডিনে ওয়ানডে খেলতে নামবে কিউইরা। ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের মালিক টেইলর। 

এক বছর পর ওয়ানডে ফরম্যাট খেলতে নামবে কিউইরা। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় করোনায় থাবা সিরিজ স্থগিত হওয়ায় আর খেলা হয়নি ওয়ানডে।