টাঙ্গাইলে কলেজ শিক্ষকদের ১১ দফা দাবি আদায়ে নানা কর্মসুচি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:০৮ পিএম, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮ | ২৪৫

টাঙ্গাইলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মহাসড়ক ও উপজেলা কমপ্লেক্স চত্বর দিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে টাঙ্গাইল সদর উপজেলা বাকশিকের সভাপতি মো. আব্দুল হালিম ও সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপি পত্রটি উপজেলা নির্বাহী অফিসারের হাতে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।


টাঙ্গাইল জেলা কলেজ শিক্ষক সমিতির আহবায়ক মো. আজহার আলী’র নেতৃত্বে জেলার ১২টি উপজেলায় একযোগে এ কর্মসুচি পালন করা হয়।

এসময় শিক্ষক নেতা এস.এম. আব্দুল আওয়াল, মো. শহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল হালিম, শমরেশ চন্দ্র পাল, জামাল হোসেন, দিলিপ কুমার পাল, সোলায়মান দেওয়ান, আনোয়ার হোসেন ভূইয়া, মো. জহিরুল ইসলাম, মো. মিজানুর রহমান, মাজেদুল হক, ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল ফারুক হোসেন, মো. মনিরুজ্জামান, আমিনুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন কলেজ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।