জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ পিএম, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ | ৫০৪
 
মুজিববর্ষের আনুষ্ঠানিকতায় যোগ দিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। 


এ সময় করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

এর আগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ঈর্ষনীয় সাফল্যের কথা উল্লেখ করে গুতেরেস বলেন, করোনার স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ভালোভাবেই সামলেছে। 


পররাষ্ট্রমন্ত্রী এ সময় ভাসানচরের রোহিঙ্গাদের মানবিক সাহায্যে জাতিসংঘকে এগিয়ে আসার অনুরোধ জানান।