গ্রামবাসীর সঙ্গে জাবি শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে, আহত ৩০

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ | ৫৪৭
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ চলছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 


শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় এলাকাবাসী তাদের ওপর হামলা চালিয়েছে। স্থানীয়রা মসজিদের মাইকে মাইকিং করে এলাকায় উত্তেজনা ছড়ায়। মাইকে বলা হয়, এটা আমাদের ইজ্জতের ব্যাপার, আপনাদের যার যা আছে, তা নিয়েই আসেন ইত্যাদি বলে শিক্ষার্থীদের ওপর হামলা করতে বলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামের নারী-পুরুষ সবাই দেশীয় অস্ত্র নিয়ে গেরুয়া বাজারে অবস্থান করতে দেখা গেছে। তিনটি মোটর সাইকেলও ভাঙচুর করা হয়েছে। পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। 


শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৯টা) দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল।