কালিয়াকৈরে বিদ্যুৎ স্পৃষ্টে নেট কর্মী নিহত

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩০ পিএম, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ | ১৮০

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎ স্পৃষ্টে এক নেট কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার( ১৫ ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ,নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে আলমগীর( ১৮)। নিহত ব্যক্তি চন্দ্রা সুনাম উদ্দিন এর বাসার ভাড়াটিয়া। সে এফ পি ভি ডিস্ট্রিবিউশন নামে নেট কোম্পানির কাজ করতেন।

স্থানীয় পুলিশ সূত্র জানায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ইসমাইল খান জুট মিলের ঘরের উপরে ইন্টারনেটের তার লাগানোর সময় আলমগীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন ,লাশ উদ্ধার করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।